দ্য ওয়াল ব্যুরো: ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপের (Asia Cup 2025) মালিক টিম ইন্ডিয়া। তিলক বর্মার (Tilak Varma) অপরাজিত ৬৯ রানের ইনিংস, রিঙ্কু সিংয়ের লড়াই জেতানো বাউন্ডারি—সব মিলিয়ে বাইশ গজে রুদ্ধশ্বাস লড়াই।
কিন্তু ম্যাচের শেষে ট্রফি বিতরণী মঞ্চে শুরু হয় আসল নাটক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে কাপ নিতে অস্বীকার করে ভারতীয় দল। নকভি ক্ষুব্ধ হন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তবু বরফ গলছে না দেখে শিরোপা ও মেডেল সমেত সটান হোটেলে ফিরে যান।