দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচ ঘিরে ভারত-পাকিস্তান দ্বৈরথে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। রবিবার লড়াইয়ে নামার আগে পাকিস্তান অধিনায়ক সলমন আঘা স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় দলের বিপক্ষে থাকা চাপের হলেও তাঁর দল মাঠে সেরাটা দিতে প্রস্তুত এবং সেক্ষেত্রে যেকোনও দলকেই হারাতে পারেন তাঁরা।
ভারত ইতিমধ্যেই টুর্নামেন্টে দু’দফা পাকিস্তানকে হারিয়েছে, প্রথমে গ্রুপ পর্বে, তারপর সুপার ফোরে। কিন্তু তাতেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সলমন। সাংবাদিকদের তিনি বলেন, 'আমরাই জিতব। আমাদের লক্ষ্য সেরাটা দেওয়া। ৪০ ওভার যদি পরিকল্পনা মেনে খেলতে পারি, তবে যে কাউকে হারানো সম্ভব।'