দ্য ওয়াল ব্যুরো: 'রইস' বা 'জিরো'তে তাঁকে দেখা গিয়েছে শাহরুখ খানের মায়ের ভূমিকায়। কিন্তু বাস্তবে তিনি বলিউড বাদশার কলেজেরই ছাত্রী, তাও আবার আট বছরের জুনিয়র! কথা হচ্ছে অভিনেত্রী শীবা চাড্ডার, যাঁর অভিনয় দক্ষতা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ‘বধাই দো’ ও ‘ডক্টর জি’-র মতো ছবিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫২ বছরের শীবা জানালেন তাঁর অভিনয়জীবনের প্রথম দিনগুলোর কথা, স্মৃতিচারণ করলেন কিং খানের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের প্রসঙ্গও।
#REL
‘দিল সে’ থেকেই শুরু, তারপর শাহরুখের মায়ের ভূমিকায়