দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ক্রিকেটে ফের নতুন বিতর্ক। এবার স্পটলাইটে মহিলা দল। বাঁ-হাতি স্পিনার নাশরা সান্ধু (Nashra Sandhu) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত কায়দায় ছয় উইকেট নেওয়ার পর দু’হাতে ছ’আঙুল দেখিয়ে যে ভঙ্গি করেছেন, তাকে ঘিরে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। এটা কি নিছক নিজের দুর্দান্ত সাফল্য উদ্যাপন? নাকি হ্যারিস রউফের (Haris Rauf) মতোই সুপরিকল্পিতভাবে রাজনৈতিক বার্তা ছড়ানোর ধান্দা?