দ্য ওয়াল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) রোববার রাতের ‘হ্যান্ডশেক নাটক’ (Handshake Drama) ঘিরে উত্তাল ক্রিকেটমহল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগের পাহাড় গড়ে তোলে, তোপ দাগে ম্যাচ রেফারির উপর। আসল নিশানা ভারতীয় ক্রিকেট দল। যার জেরে সুর চড়িয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) বয়কটের হুঁশিয়ারিও দেন সলমন আঘারা।