দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) ওমানের (Oman) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে হাজির হন পাকিস্তান দলের কোচ মাইক হেসন (Mike Hesson)। সহজে জিতবেন সলমন আঘার দল—এমনটাই যখন দস্তুর, তখন সাংবাদিক সম্মেলনও নির্বিষ, নিস্তরঙ্গ হওয়ার কথা ছিল।
কিন্তু হেসনের কপাল মন্দ। কারণ কনফারেন্সে হাজির ছিলেন ডাকাবুকো সাংবাদিক। যিনি বাবর আজম (Babar Azam) আর মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) বাদ দেওয়া নিয়ে অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেন বেমক্কা। যা সামলাতে দৃশ্যত ভ্যাবাচাকা পাক কোচ!