দ্য ওয়াল ব্যুরো: দুই সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার। আমদাবাদে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। বোয়িং ৭৮৭ মডেলের বিমানটি ভেঙে পড়ে, প্রাণ যায় ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের। এখন তদন্তকারীরা মনে করছেন, বিমানের দুটি ইঞ্জিন হয়তো একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিল। ফলে আকাশে ভেসে থাকতে পারেনি বিমানটি।
কীভাবে সামনে এল এই তথ্য?