দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১০ মিনিটের ব্যবধানে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অসুস্থতার কারণে ছুটি নিতে অফিসে বসকে মেসেজ পাঠিয়েছিলেন ৪০ বছরের কর্মী। তার কিছুক্ষণ পরেই হৃদরোগে মৃত্যু হয় তাঁর (man dies 10 minutes after sick leave text)।
বস এবং সহকর্মী কে ভি আইয়ার (KV Iyyer) এই খবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার)-এ শেয়ার করেন। তার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট (viral post)।