দ্য ওয়াল ব্যুরো: দেশে ১৮–৪৫ বছর বয়সিদের হঠাৎ মৃত্যুর একটা প্রবনতা দেখা যাচ্ছে। যা নিয়ে প্রতিবারই নতুন নতুন জল্পনা তৈরি হচ্ছে। কয়েকদিন আগেই শেফালি জরিওয়ালার মৃত্যুর পরে আবারও চর্চায় এসেছে নতুন একটা কারণ। কোভিড টিকা নেওয়ার পরেই নাকি মৃত্যুর হার বেড়েছে। এবার এই জল্পনার অবসান ঘটাল ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-এর গবেষণায় স্পষ্ট হয়েছে, হঠাৎ মৃত্যুর সঙ্গে কোভিড টিকার কোনও সরাসরি যোগ নেই।
দুই গবেষণার ফলাফল