দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’র পর আরও শক্তিশালী ভারতীয় সেনা। কারণ দীর্ঘ ১৫ মাসেরও বেশি দেরির পর অবশেষে সেনার অ্যাভিয়েশন কোরের হাতে আসতে চলেছে প্রথম ব্যাচের অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার।
২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জোধপুরে সেনার প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠিত হলেও এখনও পর্যন্ত সেই স্কোয়াড্রনের হাতে কোনও অ্যাটাক হেলিকপ্টার নেই। কারণ, ২০২০ সালে স্বাক্ষরিত ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী ছ’টি অ্যাপাচে হেলিকপ্টার ভারতীয় সেনার হাতে পৌঁছনোর কথা ছিল ২০২৪-এর মে-জুনের মধ্যে। কোভিড-পরবর্তী সময় বলে একটু দেরি হয়। সময়সীমা পিছিয়ে যায় ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।