দ্য ওয়াল ব্যুরো: এক কাপ চা, আর তার সঙ্গে একটিমাত্র বিস্কুট—এই সামান্য জিনিসই রক্তাক্ত পরিণতির দিকে ঠেলে দিল গোটা ঘটনা। বুধবার সকালে রায়নার খালেরপুল চত্বর যেন হঠাৎই থমকে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ডে।
নিহত চায়ের দোকানি ফরিদ আলি শেখ (৫০), বাড়ি মাছখান্ডা গ্রামে। শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় তাঁর খ্যাতি ছিল। কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর খেলা খেলল তাঁর সঙ্গে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় বেলসরের বাসিন্দা হোসেন মোল্লা, পেশায় রাজমিস্ত্রি, ফরিদের দোকানে চা খেতে আসেন। চায়ের সঙ্গে দেওয়া বিস্কুট নাকি তাঁর পছন্দ হয়নি। সেই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।
#REL