দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের (Punjab IPS) রূপনগর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) হরচরণ সিং ভল্লরকে (Harcharan Singh Bhullar) দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।
CBI সূত্রে জানা গিয়েছে, প্রথমে ৮ লক্ষ টাকার ঘুষের অভিযোগের তদন্ত শুরু হলেও পরে অভিযানের সময় ভল্লরের বাড়ি ও অফিস থেকে প্রায় ৫ কোটি টাকা নগদ, ১.৫ কেজি সোনা, বিলাসবহুল Mercedes ও Audi গাড়ি, ২২টি দামি ঘড়ি ও একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
#REL