দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (DurgaPuja2025) শেষ হতে না হতেই পরপর বিস্ফোরণের (Blast) ঘটনা রাজ্যে। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkol) বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। শনিবার রেজিনগরে (Rejinagar) একই রকমের ঘটনা। বোমা বাঁধতে গিয়ে একজন মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
শনিবার রেজিনগরের এই ঘটনায় ওসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। কারণ ঘটনাস্থল থেকে তিনি নিখোঁজ। তবে আদতে তিনি মৃত নাকি গুরুতর জখম হয়ে অন্য কোথাও আছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।