দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের বলিউড মানেই নজরকাড়া রোম্যান্স, আইকনিক গান আর ঝলমলে জুটির রসায়ন। ঠিক তেমন এক জুটি ছিলেন রবিনা টন্ডন ও অক্ষয় কুমার। গুঞ্জনপাড়ায় প্রায় পাকাই হয়ে গিয়েছিল খবর—এই জুটিই হয়তো পরিণতি পাবে বিবাহবন্ধনে। তাঁদের রসায়নের রেশ পৌঁছে গিয়েছিল পরিচালকদের ঘরে, প্রযোজকদের চাহিদার তালিকায়। এবং ঠিক সেই সময়েই পর্দায় বাজ পড়ল ‘মোহরা’।