দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের 'হলিউড ওয়াক অফ ফেম' ক্লাস-এর তালিকায় নাম উঠেছে দীপিকা পাড়ুুকোনের। যে তালিকায় নাম তুলতে মরিয়া থাকেন এমিলি ব্লান্ট, ডেমি মুরদের মতো প্রথম সারির অভিনেত্রীরাও, সেখানে ভারতের প্রতিনিধি হয়ে দীপিকার নাম নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।
‘মোশন পিকচার্স’ বিভাগে দীপিকার জায়গা হয়েছে। হলিউড চেম্বার অফ কমার্স বুধবার যাঁদের নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে আছেন মারিয়ঁ কোটিলার্ড, র্যাচেল ম্যাক অ্যাডামস, তিমোথে চালামেট, গর্ডন র্যামসে, ফ্রাঙ্কো নিরোর মতো আন্তর্জাতিক তারকারা। দীপিকা যেন একাই ভারতকে প্রতিনিধিত্ব করছেন সেই তালিকায়।
#REL