দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ (Supreme Court Order) দিয়ে জানিয়েছে, পশ্চিমবঙ্গে ‘১০০ দিনের কাজ’ (MGNREGA) অবিলম্বে চালু করুক কেন্দ্র, আটকে রাখা টাকা ছাড়ুক। কিন্তু রায় ঘোষণার পর দুই সপ্তাহের বেশি কেটে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কার্যত চুপ। সূত্রের খবর, তবে একটা চিঠি পাঠিয়ে পুরনো কিছু তথ্য যাচাই করতে চেয়েছে মাত্র। যা থেকে নবান্ন মনে করছে, এসব করে যাতে টাকা দিতে আরও সময় অপচয় করা যায় তারই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
কিন্তু কেন এই নীরবতা? কয়েকটি ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে -