দ্য ওয়াল ব্যুরো: মহাত্মা গান্ধীর নাম সরিয়ে কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের নাম (MGNREGA) বদলানোর পরিকল্পনা নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান (TMC Derek O'Brien)। এক্স-এ করা এক পোস্টে তিনি অভিযোগ করেন, এটি শুধু প্রকল্পের নাম পরিবর্তনের উদ্যোগই নয়, বরং গান্ধীজিকে (Gandhi) অপমান করার সচেতন চেষ্টা।
ডেরেকের বক্তব্য, “মনরেগা থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম মুছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এটি গান্ধীজির প্রতি সরাসরি অপমান।” তাঁর দাবি, এই পদক্ষেপে আশ্চর্যের কিছু নেই, কারণ “এরাই সেই মানুষ, যারা গান্ধীজিকে হত্যাকারীর বন্দনা করেছে।”