দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতির আরেকটি পালক জুড়ল দীপিকা পাড়ুকোনের মুকুটে। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’ ক্লাসে জায়গা পেয়েছেন তিনি—এমন কৃতিত্ব এর আগে কোনও ভারতীয় অভিনেত্রীর ঝুলিতে ছিল না। মোশন পিকচার বিভাগের এই সম্মানে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন দীপিকা। তবে এত বড় সম্মানের পেছনে রয়েছে কিছু কম-জানা তথ্য, যেগুলো নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকেই প্রশ্ন তুলছেন—এই খ্যাতির জন্য কি টাকা খরচ করতে হয়?
‘ওয়াক অফ ফেম’ আসলে কী?