দ্য ওয়াল ব্যুরো: কসবা ল’ কলেজে গণধর্ষণের ঘটনাস্থলের থ্রি ডি ম্যাপিং করছেন তদন্তকারীরা। গার্ডরুম, ইউনিয়ন রুম ও শৌচালয় রয়েছে বিশেষ নজরে। কলেজবাড়ির ক্রাইম সিনের গোটাটাই কভার করা হবে ওই মডেলে। এই মডেল আদালতেও পেশ করা যাবে বলে জানাচ্ছে পুলিশ।
কীভাবে সাহায্য করবে এই থ্রি ডি মডেল?