দ্য ওয়াল ব্যুরো: সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বর্তমানে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে কবে, কোথায় বৃষ্টি?