দ্য ওয়াল ব্যুরো: রাতভরের টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। সড়ক পথ থেকে শুরু করে রেলপথ- সর্বত্রই ব্যহত যান পরিষেবা। ফলে বহু মানুষকেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে আজকের পরীক্ষা স্থগিত (Exam Postponed) রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।