দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র ব্যাপকভাবে উত্তাল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update of Bengal)। ঘূর্ণাবর্তর কারণে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ও বুধবার- দুই দিন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের (Fisherman) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।