দ্য ওয়াল ব্যুরো: আজ কালীপুজো। রাজ্যের নানা প্রান্তে চলছে আয়োজন, প্রস্তুতি। থিম ও আলোতে সেজে উঠেছে মণ্ডপ। সকাল থেকেই সূর্যের আলোয় উজ্জ্বল শহর ও গ্রামাঞ্চল- আবহাওয়াও বেশ মনোরম (West Bengal Weather)। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে, তবে পুজোর আনন্দে তার কোনও প্রভাব পড়বে না। আজ, সোমবার কোথায় কোথায় বৃষ্টি হবে (Rain Forecast in Bengal)? কতদিন ধরে বৃষ্টি চলবে? জেনে নিন আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গে রোদ-ছায়ার খেলা