দ্য ওয়াল ব্যুরো: শুধু ছাত্রী নিগ্রহ নয়, কসবার সরকারি ল কলেজে (Kasba Law College,) এবার উঠল ভর্তি দুর্নীতির (Seat Selling) অভিযোগ। ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra) এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধেই উঠেছে এই গুরুতর অভিযোগ (Illegal Business)।
তদন্তে উঠে এসেছে, কলেজে নির্ধারিত আসনের বাইরে ‘অতিরিক্ত সিট’ তৈরি করে তা গোপনে বিক্রি করত মনোজিৎ ও তার দল। অভিযোগ, এক একটি আসন বিক্রি হত ৫০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকায়! একাধিক ছাত্রছাত্রী তদন্তকারীদের জানিয়েছেন, একবারের কালেকশনেই উঠেছিল প্রায় ৭০-৭৫ লক্ষ টাকা!