দ্য ওয়াল ব্যুরো: কপালে বড় লাল টিপ, হাসিমুখ, কথা বললেই যেন মন জুড়িয়ে যায়। তিনি গান গাওয়ার সময়ে যেন আকাশ ছুঁয়ে থাকেন। এক কথায়, তিনিই যেন বাংলা সংগীতের ‘বটগাছ’। বয়স যতই হোক, সারেঙ্গির সেই সুর আজও বদলায়নি। তিনি গায়িকা হৈমন্তী শুক্লা—বাংলা গানের জীবন্ত কিংবদন্তি।
১৯৭২ সালে সংগীতজগতে পা রেখেছিলেন। তারপর কেটে গিয়েছে পাঁচ দশকের বেশি সময়। কিন্তু থেমে যাননি এক মুহূর্তের জন্যও। রিয়ালিটি শো হোক বা অডিও রেকর্ডিং—আজও গলা মিলিয়েই চলেছেন। কিন্তু এই দীর্ঘ যাত্রায় একটাই প্রশ্ন অনেকের—"হৈমন্তীদির সংসার হয়নি কেন?"