দ্য ওয়াল ব্যুরো: 'কু পুত্র যদি বা হয়, কু মাতা কখনওই নয়'! বহুল ব্যবহারে জীর্ণ এই প্রবাদই ফিরল এক অসহায় মায়ের জীবনে। দু'বেলা খেতে চাওয়ায় মেরে মায়ের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বারুইপুর (Baruipur) থানার ইন্দ্রপালা এলাকার ঘটনা।
বৃদ্ধা বিমলা দে'র অভিযোগ, “ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি, ভাবিনি এমন দিন দেখতে হবে।”
অভিযোগ, বড় ছেলে স্বপন দে ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন তাঁর উপর। সোমবার সেই অত্যাচার চরম রূপ নেয়, ছেলের ঘুষিতে ফেটে যায় মুখ!
#REL