দ্য ওয়াল ব্যুরো: মুখে নির্লিপ্ত হাসি, চোখে অনন্ত শান্তির ছায়া। যাঁর কাছে শান্তিই শেষ কথা, সেই দলাই লামা (Dalai Lama) এবার জানালেন, তাঁর ইচ্ছে আরও অন্তত ৩০ থেকে ৪০ বছর বাঁচার।
রোববার ৯০ এ পা দেবেন তিব্বতের নির্বাসিত ধর্মগুরু (Dalai Lama Birthday)। আর তার আগের দিন শনিবার, তাঁর অনুগামীদের আয়োজনে ‘দীর্ঘজীবন প্রার্থনা সভা’য় জানিয়ে দিলেন, “আমি চাই আরও বহু বছর বাঁচতে। অন্তত ১৩০ বছর অবধি!”