দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) পর পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গি ঘাঁটিতে ভারতের সামরিক অভিযানের নতুন ভিডিও ও তথ্য সামনে আনলেন বায়ুসেনার (Air Force) উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি (Air Marshal Narmdeshwar Tiwari)। শনিবার এক প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন এয়ার মার্শাল।