দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharastra) নান্দেড়ে যে ঘটনা ঘটেছে তা নিয়ে এখন উত্তাল দেশ। জাতপাতের গোঁড়ামিই প্রাণ কেড়েছে ২০ বছরের সক্ষম তাতের (Saksham Tate)। এরপর তাঁর প্রেমিকা ২১ বছরের আঁচল মামিদওয়ার (Anchal Mamidwar) মৃতদেহকেই বিয়ে করেন। তিনি ফের বিস্ফোরক দাবি করেছেন।