দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিস্ফোরণ (Delhi Blast) কেবল একদিনের ঘটনা নয়! তদন্তে আপাতত যা উঠে এসেছে তাতে প্রমাণ মিলেছে এটি দীর্ঘদিনের পরিকল্পনা। এনআইএ (NIA) সূত্রের দাবি, জইশ-সমর্থিত 'হোয়াইট কলার মডিউল' (White Collar Module) অন্তত ২ বছর ধরে বহু ভারতীয় শহরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই বৃহত্তর ষড়যন্ত্রই ধীরে ধীরে সামনে এনে দিচ্ছে তদন্তকারী সংস্থা।