দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের ১০ তারিখে দিল্লিতে গাড়ি বিস্ফোরণের (Delhi Car Blast) ঘটনায় উঠে এল বড়সড় চক্রান্তের হদিস। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Intelligence Agencies) সূত্রে খবর, আত্মঘাতী হামলাকারী উমর উন নবি (Umar un Nabi)-ই নাকি এই মডিউলের মূলচক্রী। তদন্তকারীদের দাবি, ফারিদাবাদ (Faridabad, Haryana) থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক নিয়ে কাশ্মীর (Jammu & Kashmir)-এ ‘কিছু বড়সড়’ করার ছক কষছিল অভিযুক্তরা।
নেল পলিশ রিমুভার-চিনি দিয়ে বিস্ফোরক!