দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে আইএস (Islamic State of Iraq and Syria বা ISIS)-এর সঙ্গে যুক্ত একটি জঙ্গি মডিউল ভেঙে দিল দিল্লি পুলিশ। শুক্রবার জানানো হয়েছে, এই অভিযানে দুই জঙ্গিকে গ্রেফতার করেছেন তাঁরা। তাদের মধ্যে একজনের নাম আদনান।
সে মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা, অপরজনের বাড়ি দিল্লিতেই। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দিল্লির সাদিক নগর ও ভোপালে যৌথ অভিযান চালিয়ে দু’জনকে আটক করে পুলিশ, পরে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের যোগ থাকতে পারে, জিজ্ঞাসাবাদ চলছে।
#REL