দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর প্রধান (Indian Army Chief) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi) সোমবার দিল্লিতে অনুষ্ঠিত ‘চানক্য ডিফেন্স ডায়লগস’-এ 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) অভিজ্ঞতা তুলে ধরে বলেন, পাকিস্তানকে (Pakistan) বাস্তবতা বোঝাতে এই অভিযান যথেষ্ট বার্তা দিয়েছে। তাঁর কথায়, এটি আদতে একটি ট্রেলার ছিল যা ৮৮ ঘণ্টায় (88 Hour Trailer) শেষ হয়েছে।