দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের (Gujarat) অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)-এর হাতে ধরা পড়লেন এক চিকিৎসক— যিনি নাকি ‘রাইসিন’ নামে প্রাণঘাতী বিষ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গিয়েছে, তিনি গত ছ’মাসে দিল্লির আজাদপুর মণ্ডি, আমদাবাদের নারোদা ফলের বাজার এবং লখনউয়ের আরএসএস (RSS) দফতরে রেকি চালান। সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছিল এই ভিড়ভাট্টার জায়গাগুলিকে।