দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি (Vice President) পদে এনডিএ (NDA) প্রার্থী হয়েছেন বিজেপি (BJP) নেতা তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। দু'বার কোয়েম্বাটুর থেকে সাংসদ থাকা এই বর্ষীয়ান রাজনীতিকের রাজনৈতিক পথচলা চার দশকেরও বেশি সময় ধরে। দল তাঁকে বেছে নিয়েছে একেবারেই ভিন্ন রাজনৈতিক প্রোফাইলের জন্য। কীভাবে তিনি নীরবে অন্যদের থেকে আলাদা— তিনটি দিকেই ধরা পড়ছে সেই ছবি।