দ্য ওয়াল ব্যুরো: ৪৭ সালে ভারত স্বাধীনতা পাওয়ার সময়ই বালোচিস্তান (Balochistan) স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল। যদিও কয়েকমাসের ব্যবধানেই স্বাধীন বালোচিস্তান দখল করে নেয় পাকিস্তান (Pakistan)। এবার সরাসরি নিজেদের 'স্বাধীন দেশ' বলে ঘোষণা করলেন, বালোচিস্তানের জাতীয়তাবাদী নেতা মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch)। তাঁর দাবি জনগণ তাদের জাতীয় রায় দিয়েছে। কাজেই বালোচিস্তান আর পাকিস্তান নয়।