দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার এক তামিল নাগরিককে (Sri Lankan Citizen) আটক করার মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, বিশ্বের সব উদ্বাস্তুকে (Refugees) আশ্রয় দিতে পারবে না দেশ। কারণ ভারত কোনও ধর্মশালা নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের পর্যবেক্ষণ এমনই।