দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে সেঞ্চুরি এসেছিল বিধ্বংসী মেজাজে। মাত্র ৩৫ বলে। ক্রিকেটবিশ্ব দু’চোখ মেলে দেখেছিল বৈভব সূর্যবংশীর উত্থান। তারপর যত সময় গড়িয়েছে, একদিকে নিজের জমি আরও পাকা করেছেন সমস্তিপুরের কিশোর। স্বীকৃতি জুটেছে জাতীয় দলে। অনূর্ধ্ব-১৯ টিমে জায়গা করে নিয়েছেন। গিয়েছেন ইংল্যান্ড। আর সিরিজের চতুর্থ ম্যাচে নেমে ফিরিয়ে এনেছেন আইপিএলের স্মৃতি!
এবার আর আইপিএলের ছোট মাঠ নয়, আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে সেঞ্চুরি হাঁকালেন বৈভব। ইংরেজ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। শতরান এল মাত্র ৫২ বলে। গড়লেন দ্রুততম ও কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরির রেকর্ড।
#REL