দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে গ্রীষ্মের অস্বস্তিকর গরমের মাঝেই আরও কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ— দুই প্রান্তেই সক্রিয় একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে শুক্রবার,২৪ মে পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। পাশাপাশি, মৌসুমি বায়ুও এগিয়ে আসছে পূর্বাভাসের নির্ধারিত সময়ের আগেই, যার ফলে বৃষ্টি বাড়তে পারে আগামিদিনে।
Warning message
Unable to retrieve https://youtu.be/jkpcWzWptJU at this time, please check again later.