দ্য ওয়াল ব্যুরো: বুন্দেশলিগা ও বায়ার্ন মিউনিখ কার্যত সমার্থক। একটা ক্লাব যদি ঘরোয়া লিগ রেকর্ড সংখ্যক ৩৩বার নিজেদের দখলে রাখে তাহলে ‘একপেশে’ বিশেষণটাও জোলো বলে মনে হয়!
ছুটকো-ছাটকা একটা-দুটো দল যে প্রতিস্পর্ধা দেখায়নি, তা নয়। কোনওবার ডর্টমুন্ড, কখনও বায়ার্ন লেভারকুজেন লিগ খেতাব জিতেছে। কিন্তু তা কতখানি সেই সমস্ত ক্লাবের গৌরব আর কতটা বায়ার্নের সুইচ অফ হয়ে যাওয়ার ফল—তা নিয়ে তর্ক উঠতেই পারে। মিউনিখের ফর্মের ঝাড়বাতি আচমকা নিভে না গেলে ক্লপের ডর্টমুন্ড কি পারত বুন্দেশলিগা জিতে নিতে?—প্রশ্নটা দশক পেরনোর পরেও জার্মানির আকাশে-বাতাসে ঘুরপাক খায়।