দ্য ওয়াল ব্যুরো: পুজোর আনন্দ শেষ হতেই অভিনেতা বনি সেনগুপ্ত আবার ফিরেছিলেন নিজের প্রিয় জায়গায়— শুটিং ফ্লোরে। চলছিল পরিচালক আতিউল ইসলামের ছবি ‘বানসারা’–র শেষ ধাপের কাজ। এতদিন ধরে তিনটি সিডিউলে শুটিং চলেছে পুরুলিয়ার অজ পাড়ায়, জঙ্গলের ভেতরে। আর এই শেষ দিনের শুটিংই হয়ে উঠল স্মরণীয়— কারণ এই দিনেই ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা।
#REL