দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আতিউল ইসলামের ছবি 'বানসারা'-র শেষ পর্বের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কিন্তু শেষ দিনের শুটিংয়েই ঘটল বিপত্তি। কলকাতার একটি গোডাউনে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেতা।
জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎই অভিনেতা পায়ে চোট পান। তাঁর গোড়ালির বেশ কিছুটা অংশ কেটে যায় এবং রক্ত বেরতে থাকে। ঘটনার সঙ্গে সঙ্গেই প্রোডাকশন টিমের কর্মীরা তড়িঘড়ি অ্যান্টিসেপটিক ওষুধ নিয়ে এসে বনির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অভিনেতা আহত হলেও, পরিচালক এবং সহকর্মীদের তত্ত্বাবধানে এরপরও শুটিং চালিয়ে যান বনি।
#REL