দ্য ওয়াল ব্যুরো: চল্লিশে পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ৬ জুলাই তাঁর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ কবিতা পোস্ট করে করণ তুলে ধরলেন রণবীরের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের আবেগঘন মুহূর্তগুলি।
কবিতায় করণ রণবীরকে একাধিক অভিধায় ভূষিত করেছেন—‘উদ্যোমী আত্মা’, ‘ধূমকেতু’, ‘ফ্যাশনিস্তা’, ‘গড অফ ব্লিং’। পাশাপাশি তিনি লিখেছেন, রণবীর একাধারে একজন অনুগত পুত্র, ভাই, স্বামী এবং এমন এক মানুষ, যাঁর “সোনার মতো হৃদয়” ও “জনপ্রিয়তার শীর্ষে থেকেও সংবেদনশীলতা অটুট”।
#REL