দ্য ওয়াল ব্যুরো: শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে কঙ্কালীতলার নাম শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বোলপুর স্টেশন থেকে প্রায় সাত-আট কিলোমিটার দূরে, কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির ঘিরে রয়েছে একাধিক পুরাণকথা আর আধ্যাত্মিক রহস্যের গাথা।
একান্নপীঠের শেষ পীঠ'। প্রচলিত কাহিনি অনুসারে, দেবী সতীর দেহখণ্ডগুলির মধ্যে এখানে পড়েছিল তাঁর কাঁখাল বা কোমর। সেই কারণেই এই স্থানটির নাম হয়েছে ‘কঙ্কালীতলা’। এই জায়গায় দেবীকে ‘দেবগর্ভ’ রূপে পূজা করা হয়। তবে আশ্চর্যের বিষয়, এখানে দেবীর কোনও বিগ্রহ নেই। মায়ের একটি ছবি দিয়েই চলে পূজা।
#REL