দ্য ওয়াল ব্যুরো: ‘ব্রহ্মডাঙা’ শান্তিনিকেতনে (Shantiniketan) দুর্গোৎসব নেই, এখানকার প্রধান উৎসবই পৌষমেলা (Poush Mela)।
তাই সারা বছর জুড়ে অপেক্ষা থাকে এই ঐতিহ্যের। প্রাক্তনী থেকে ভিনরাজ্যের পর্যটক—সবার পুনর্মিলনের মঞ্চ হয়ে ওঠে এই উৎসব। গত বছরের মতো এবছরও পূর্বপল্লির মাঠেই বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ আয়োজনে হতে চলেছে পৌষমেলা—এমনটাই খবর বিশ্ববিদ্যালয় সূত্রে।
#REL
তবে মেলার উপর শেষ কথা বলবে জাতীয় পরিবেশ আদালত। আগামী ২২ ডিসেম্বর দূষণ সংক্রান্ত মামলার শুনানির আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী, নিয়ম মেনে আয়োজন করলে আদালত আপত্তি জানাবে না।