দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক মাস আগের ঘটনা।
দিদির ক্যানসার ধরা পড়ার পর হাসপাতাল থেকে নার্সিংহোম ছুটে বেড়াচ্ছেন আকাশ দীপ। আইপিএলে খেলতে পারেননি চোটের জন্য। জাতীয় দলে সুযোগ পাবেন কি না ঠিক নেই। এরই মধ্যে ব্যক্তিগত দুর্যোগ। দিদির ক্যানসার… দিদি যদি ছেড়ে চলে যায়?
ছেড়ে যাওয়ার যন্ত্রণা, স্বজনবিয়োগের বেদনা নতুন নয়। আগেও তুষের আগুনের মতো পুড়িয়েছে আকাশকে। ২০১৫ সাল। মারা যান রামজি সিং, আকাশের বাবা। মাত্র ছ’মাস বাদে মৃত্যু হয় দাদারও। এক বছরে দুজনের আকস্মিক চলে যাওয়া কতটা বিধ্বস্ত করেছিল বিহারের অখ্যাত গ্রাম থেকে উঠে আসা পেসারকে?