দ্য ওয়াল ব্যুরো: ৪ জুলাই, শুক্রবার রাতে নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকাকে (BJP Leader Gopal Khemka ) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থল, পাটনার গান্ধী ময়দান (Shot Dead In Patna)। গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ করে গুলি চালায় কয়েকজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় খেমকার। রবিবার তাঁর শেষকৃত্যে এসেছিলেন বহু মানুষ। সেখান থেকেই ধরা পড়লেন এক সন্দেহভাজন।
পুলিশ আপাতত পাটনার পুনপুন এলাকার বাসিন্দা রোশন কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের সন্দেহ, গোপাল খেমকার খুনের ষড়যন্ত্রে কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছেন এই ব্যক্তি।
#REL