দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বসে নিশ্চিন্তে টিভি দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী সেলগুপ্ত মল্লিক। মাত্র কয়েক সেকেন্ডে যে, এমন ঘটে যেতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। স্বামী ইন্দ্রনীল মল্লিক এখনও আতঙ্কিত। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং সদ্য শেষ করেছেন সায়ন্তনী। আপাতত ছুটিতে ছিলেন। আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়। সঙ্গে ঘনঘন হেঁচকি। এক মুহূর্ত দেরি না করে স্বামী ইন্দ্রনীল মল্লিককে নিয়ে বাড়ির কাছে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে যান তাঁরা। সঙ্গে সঙ্গে এমআরআই করা হলে জানা যায়, ব্রেনস্ট্রোক হয়েছে তাঁর।