দ্য ওয়াল ব্যুরো: স্ট্রোক (Stroke) বা ব্রেনে রক্তসঞ্চালন বন্ধ হয়ে যাওয়া, এক এমন সমস্যা যা এক মুহূর্তেই জীবনকে ওলটপালট করে দিতে পারে। কিন্তু সময়মতো চিকিৎসা (Stroke treatment) শুরু করা গেলে, এই বিপদের মোকাবিলা করাও সম্ভব।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আমেরিকার নিউরোসার্জন ব্রায়ান হোফলিঙ্গার জানালেন, স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো (Stroke symptoms) কী এবং সেই সময় কী করা উচিত।
#REL
স্ট্রোক আসলে কী?