দ্য ওয়াল ব্যুরো: বুধবার স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের (Tajuddin Ahmed, the first Prime Minister of Bangladesh, which was formed during liberation war) জন্মের শর্তবর্ষ পূর্ণ হল। ১৯২৫-এর ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় যে স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা শপথ নিয়েছিল তাজউদ্দিন ছিলেন সেই প্রথম সরকারের প্রধানমন্ত্রী। সেই সররারের সদর দফতর ছিল কলকাতায় সেক্সপিয়ায় সরণির অরবিন্দ ভবন। সেখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করতেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন।