দ্য ওয়াল ব্যুরো: স্টাইল আর গ্ল্যামারের সংজ্ঞা যেন তিনিই। বড়পর্দা থেকে সোশ্যাল মিডিয়া—যেখানেই পা রাখেন, সেখানেই পাপারাজ্জিদের দেখা পাওয়া যায়। তবে ফের একবার নিজের সাহসী এবং স্টাইলিশ ফ্যাশন সেন্সে তাক লাগালেন দিশা পাটানি। একটি গ্র্যাডিয়েন্ট হাল্টার-নেক ড্রেসে দেখা গেল তাঁকে, যার গভীর নেকলাইন ইতিমধ্যেই ভাইরাল করেছে ছবিগুলি।
ছবিতে দেখা যাচ্ছে, একাধারে হটনেস আর এলিগ্যান্সে ভরপুর দিশার নতুন লুক। সাহসী এই ফ্যাশনের পাশাপাশি ইনস্টাগ্রামে নিজের প্রিয় পোষ্য কুকুরের ছবিও শেয়ার করেছেন তিনি—প্রমাণ করে দিলেন, দিশার ইনস্টা জগৎ শুধুই গ্ল্যামার নয়, বরং ব্যক্তিগত উষ্ণতাতেও ভরা।